আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪০
পারস্য উপসাগর থেকে রণতরী ফিরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমানোর দৃষ্টান্ত হিসেবে পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিরোধ বেশ বৃদ্ধি পেলেও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক্ষেত্রে কিছুটা নমনীয় হতে দেখা যাচ্ছে।

মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, ইউএসএস নিমিতজ রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে
রণতরীটি পারস্য উপসাগরে ৯ মাস ধরে অবস্থান করছিল। তবে এটি এখন যুক্তরাষ্ট্রেই ফিরিয়ে নেয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি কিরবি।
এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক আদালত বা আইসিজে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ইরানের অভিযোগের বিষয়ে শুনানি হতে পারে। রয়টার্স
