স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ডভ্যান চাপায় নববধূ নিহত
গাজীপুরে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় এক নববধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নগরীর শিববাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যানের চালককে আটক করেছে। নিহত কাকলি আক্তার (২২) মাদারীপুর সদরের ধূরাইল কপালিকান্দি এলাকার মহসিন হোসেন সজিবের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম ভুরুলিয়া এলাকার দেলোয়ার ফকিরের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন মহসিন হোসেন। প্রায় দুই মাস আগে তিনি কাকলিকে বিয়ে করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি মোটরসাইকেলে চড়ে স্ত্রীকে নিয়ে বেড়াতে বাসা থেকে বের হন। তারা চান্দনা চৌরাস্তা যাওয়ার পথে ঢাকা-শিমুলতলী সড়কের শিববাড়ী মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পেছনে বসে থাকা কাকলি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কাকলিকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। ঘটনার পর পুলিশ চালক শাহজাদাসহ কাভার্ডভ্যানটি আটক করেছে।
