ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৩০

নাশকতার তিন মামলায় বিএনপির ৭৪ নেতাকর্মীর আগাম জামিন

অনলাইন ডেস্ক
নাশকতার তিন মামলায় বিএনপির ৭৪ নেতাকর্মীর আগাম জামিন

নাশকতার তিন মামলায় বিএনপির ৭৪ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আগামী ২১শে মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করে এ সময়ের মধ্যে তাদেরকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন  ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। পরে তারা জানান, শাহাবাগ ও রমনা থানায় নাশকতার তিন মামলায় বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেল, সাইফুল আলম নীরবসহ দলের ৭৪ নেতাকর্মীকে ২১ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে করা তিনটি মামলায় বিএনপি নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। নির্ধারিত তারিখের মধ্যে তাদের নিম্ন আদালতে যেতে হবে বলে জানান আইনজীবীরা।

উপরে