ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৩ মে, ২০২১ ১২:২৩

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পিকআপচালক-সহকারীর

ভোরের বাংলা ডেস্ক
মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পিকআপচালক-সহকারীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় ট্রাকের ধাক্কায় একটি মালবাহী পিকআপের চালক তৌহিদ (৩৫) ও সহকারী রুবেল (৩০) নিহত হয়েছেন।

রোববার (২৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার বিশ্বজিৎ কুমার নাথ।

তিনি বলেন, ভোর ৬টার দিকে জোরারগঞ্জ থানার সামনে একটি মালবাহী পিকআপকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই পিকআপের চালক ও হেলপার নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

উপরে