ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৩ আগস্ট, ২০২১ ১৬:১২

বিজয় টিভির সাংবাদিক এম এ আজাদের মা হাসিনা আর নেই

হা‌ফিজুর রহমান
বিজয় টিভির সাংবাদিক এম এ আজাদের মা হাসিনা আর নেই
বেসরকারী টেলিভিশন (বিজয় টিভি)’র ঢাকা সিটি রিপোর্টার ও উত্তরা প্রেসক্লাবের সদস্য এম এ আজাদ এর মা মোসাম্মৎ হোসনেআরা বেগম হাসিনা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। আজ সোমবার সকাল ৮ টার সময় কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চারিপাড়া ভূঁইয়া বাড়ি গ্রামের নিজ বাড়িতে বাধর্ক্যজনিত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সাংবাদিক এম এ আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার মায়ের নাম হোসনেআরা বেগম হাসিনা (৭০)। তার বাবার নাম মৃত আঃ আউয়াল। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আরো জানান, আজ সোমবার বাদ আছর কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চারিপাড়া ভূঁইয়া বাড়ি গ্রামে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে, সাংবাদিক এম এ আজাদ এর মাতা মোসাম্মৎ হোসনেআরা বেগম হাসিনার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উত্তরা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
উপরে