জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ
গতকাল ২৫ আগষ্ট, বুধবার দক্ষিণখান থানা জাতীয় শ্রমিক লীগ ও ৪৭ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর উত্তর ‘১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানটি ফায়দাবাদ কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ প্রাঙ্গনে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ¦ মোঃ হাবিব হাসান। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর কুতুব আলম মান্নান। দক্ষিণখান থানা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা, এডভোকেট আবু হানিফ। ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণখান থানা জাতীয় শ্রমিক লীগ সভাপতি মোঃ মোতালেব মিয়ার সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ বরকত খান। ১,৮০০ জন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণকালে ৪৭ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ সভাপতি মনজুর হাসান মজনুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ নাজমুল আলম ভূইয়া, মোঃ মুসা হোসেন, শেখ মোঃ শামীম মাষ্টার, মোঃ লিটন মোল্লা, মোঃ কামাল হোসেন।
