ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৬ আগস্ট, ২০২১ ১৯:৪৪

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৬৭ ডেঙ্গুরোগী

নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ২৬৭ ডেঙ্গুরোগী
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। মোট রোগীর মধ্যে ২১৭ জন ঢাকায় ভর্তি। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন ৫০ জন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৬৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১২৫ জন ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৬৭ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ৭৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩৮ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হন ৫০ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৬ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৯ হাজার ১২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৯৮৮ জন।

জানা গেছে, চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ২৬ আগস্ট পর্যন্ত ৬ হাজার ৪৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১২ জন মারা গেছেন জুলাই মাসে। আর চলতি মাসের ২৬ আগস্ট পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।

উপরে