আপডেট : ৩ অক্টোবর, ২০২৫ ০০:০০
যমুনার চরে কাশফুল টানছে পর্যটকদের
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চলে ফোটা কাশফুল প্রাকৃতিক শোভা বৃদ্ধি করেছে। পর্যটকরা কাশফুলের ছোঁয়ায় আকৃষ্ট হয়ে ছুটে আসছেন। ফুলের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করছেন
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি যমুনা নদীবেষ্টিত ও তীরবর্তী। তাই এ উপজেলার বিশালাকার চর রয়েছে। এসব চরাভূমির উপরে ফুটেছে সারি সারি কাশফুল। এসব ফুল সৌন্দর্য ছাড়াচ্ছে। আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমিদের।
