ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৫ ১৫:৫০

শিবপুরে আবুল হারিস রিকাবদারের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

শিবপুর প্রতিনিধি
শিবপুরে আবুল হারিস রিকাবদারের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ
ছবিঃ গণসংযোগে আবুল হারিস রিকাবদার (কালা মিয়া)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে নরসিংদী জেলার নরসিংদী-৩ (শিবপুর) আসনে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী-৩ শিবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হারিস রিকাবদারের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। দুলালপুর ইউনিয়নের পারাতলা বাজার ও লাখপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারমূলক ৩১ দফা কর্মসূচির লিফলেট ব্যাপকভাবে বিতরণ করা হয়। এসময় জনাব আবুল হারিস রিকাবদার বলেন, ‘জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

গণসংযোগ শেষে জনাব আবুল হারিস রিকাবদার সাংবাদিকদের বলেন, ‘আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না।

উপরে