ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১৮:৩৪

জিটিভিতে সজলের ‘ভালোবাসি একটু বেশি’

ভোরের বাংলা ডেস্ক
জিটিভিতে সজলের ‘ভালোবাসি একটু বেশি’

টিভি নাটকের তুমুল জনপ্রিয় একজন অভিনেতা আব্দুন নুর সজল। সম্প্রতি যিনি অভিনয় করেছেন ‘ভালোবসি একটু বেশি’ শিরোনামের একটি নাটকে। অন্যরকম প্রেমের গল্পের এ নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন উঠতি তারকা শারমিন আঁখি। কুদরত উল্লাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবির।

‘ভালোবসি একটু বেশি’-তে সজলকে দেখা যাবে সুনিল চরিত্রে। শারমিন আঁখি রয়েছেন নিপা চরিত্রে। আদনান নামের একটি চরিত্রে অভিনয় করেছেন আতিক হাসান। নাটকের গল্পে দেখা যাবে, সুনিল ও নিপা একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে পড়ে। তারা দুজন দুজনকে ভালোবাসে। তাদের ভালোবাসার শুরু তিন বছর আগে থেকে।

সুনিল ও নিপার মধ্যে ঝগড়া লেগেই থাকে। তার প্রধান কারণ হচ্ছে, নিপাকে খুব বেশি সন্দেহ করে সুনিল। কিন্তু নিপার এটা পছন্দ না। সুনিল প্রতিনিয়ত নিপাকে মানসিকভাবে টর্চার করতে থাকে। সুনিলের দৃষ্টিতে এসবই নাকি নিপার প্রতি তার ভালোবাসা। তার কথা, খুব বেশি ভালোবাসে বলেই সন্দেহ করে।

কিন্তু নিপা সুনিলকে বোঝাতে চেষ্টা করে, তারা দুজন দুজনকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকাটা খুবই জরুরি। কিন্তু সুনিল একরোখা। সে নিপার কোনো কথাই মানতে চায় না। এরপর কী হয়? দেখতে চোখ রাখুন টিভির পর্দায়। ২৭ জুলাই, শুক্রবার রাত ৯টায় নাটকটি বেসরকারি টিভি চ্যানেল জিটিভিতে প্রচারিত হবে।

উপরে