স্টেজক্রাফ্ট অ্যাওয়ার্ড প্রদান শনিবারে
একটা সিনেমা বা টিভি নাটক নির্মাণের পরে পর্দায় শুধু দর্শক অভিনেতা-অভিনেত্রীদেরই দেখেন। বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানের লাইট-ক্যামেরাও থাকে তাদের দিকেই। কিন্তু ওই নাটক-সিনেমা তৈরিতে পর্দার আড়াল থেকে যারা নিরলস পরিশ্রম করেন, তাদের চেনার সুযোগ দর্শকের খুব কমই হয়।
চার বছর আগে অর্থাৎ ২০১৪ সালে সেই সুযোগটাই করে দিয়েছিলেন ভারতের নামকরা সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। শুধু পর্দার পেছনের তারকাদের পুরস্কৃত করতে তিনি সূচনা করেছিলেন স্টেজক্রাফ্ট অ্যাওয়ার্ডের। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতি বছর তাদেরই পুরস্কৃত করা হয়, যাদের অবদান ক্যামেরার পেছনে।
গত সোমবার সেই ‘স্টেজক্রাফ্ট অ্যাওয়ার্ড’-এর পঞ্চম বার্ষিকী পূর্ণ হল। ওইদিন সেই সব গুণীদের নাম ঘোষণা করা হয় যাদের হাতে উঠবে এ বছরের পুরস্কার। সোমবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্টজক্রাফ্ট অ্যাওয়ার্ড’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরও উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ঊষা উত্থুপ।
আগামী ২২ সেপ্টেম্বর, শনিবার চলতি বছরে মনোনিতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানান ঊষা। এবারের পুরস্কারের তালিকায় রয়েছে ১৬টি বিভাগ। সঙ্গে রয়েছে তিনটি বিশেষ পুরস্কার এবং একটি ‘হল অব ফেম’ অ্যাওয়ার্ড।
বোম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘এই পুরস্কারের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। আমাদের সত্যি ব্যাকস্টেজে থাকা মানুষদের প্রকাশ্যে নিয়ে আসা উচিত। নাটক-সিনেমা নির্মাণের ক্ষেত্রে তারা নিরলস পরিশ্রম করেন। তাদের সেই নিরলস পরিশ্রমকে সালাম।’
শনিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিচার বিভাগের জুরি মেম্বারদের মধ্যে থাকবেন তনুশ্রী শংকর, অনুরাগ চিরিমার, অরূপ রায়, ব্রাত্য বসু ও অগ্নিমিত্রা পাল। থাকবে বেশ কয়েকটি লাইভ পারফরমেন্স। সেখানে গান শোনাবেন আকৃতি কক্কর, রূপম ইসলাম, অনুপম রায়, বেনি দয়াল ও সনম পুরির মতো কণ্ঠশিল্পীরা।
