ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৩৩

প্রথমবারের মত উপস্থাপনায় নাজিফা তুসি

ভোরের বাংলা ডেস্ক
প্রথমবারের মত উপস্থাপনায় নাজিফা তুসি

আরটিভিতে প্রচারিত হচ্ছে কেশ পরিচর্যাবিষয়ক নতুন অনুষ্ঠান ‘কুমারিকা কেশকাহন’। ভিন্নধর্মী এই অনুষ্ঠানে চুলের যতেœর নানা পরামর্শ দেয়া হয়। অনুষ্ঠানে একজন সাধারণ দর্শকও থাকেন। আমন্ত্রিত অতিথি শোনান তার লম্বা কেশের রহস্য ও যতেœর নানা কথা। 

আর এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন মডেল ও অভিনেত্রী নাজিফা তুসি। 

অনুষ্ঠানে আরো থাকছে আয়ুর্বেদিক উপাদানের মাধ্যমে কেশ পরিচর্যা ও ঝটপট হেয়ারস্টাইলের টিউটোরিয়াল। অংশগ্রহণ করবেন আয়ুর্বেদ হেয়ার এক্সপার্ট রাহিমা সুলতানা রীতা এবং বিউটি এক্সপার্ট তানজিমা শারমিন মিউনি। 

প্রতি রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হচ্ছে ‘কুমারিকা কেশকাহন’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নূর হোসেন হীরা।

উপরে