ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮ ১৪:৪১

নাচে-গানে অন্যরকম বখাটে সিয়াম

ভোরের বাংলা ডেস্ক
নাচে-গানে অন্যরকম বখাটে সিয়াম

মুক্তির আগেই বেশ আলোচনায় উঠে এসেছে জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিটি। এতে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। টিজারের পর এবার গান প্রকাশ হয়েছে ছবিটির। গানের শিরোনাম ‘হাজীর বিরিয়ানী’। এতে পারফর্ম করতে দেখা গেছে সিয়ামকে। বড় আয়োজনে ভিডিওকৃত গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।
রায়হান রাফি পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। এই জুটির ‘পোড়ামন’ ছবিটি ব্যবসা সফলতা লাভ করে। আরও অভিনয় করেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রিপাসহ অনেকে। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। ছবির গল্পে সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন গার্মেন্টস কর্মীর চরিত্রে দেখা যাবে। আর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে।

উপরে