‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী’র পাশে শাকিব খান
চলতি মৌসুমে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ নির্বাচিত হলেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। আগামী ৭ ডিসেম্বর থেকে চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে ঐশীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। অন্যদিকে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশীকে দেখা গেল একই সাথে। আর এর সাথে সাথেই প্রশ্ন উঠেছে তাহলে কি শাকিবের বিপরীতে চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন ঐশী? বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ার আগেই জানা গেল নেপথ্য ঘটনা।
সম্প্রতি চট্টগ্রামে উপমহাদেশের অভিজাত ফ্যাশন হাউজ প্রেমস কালেকশনসের একটি শাখার উদ্বোধনে হয়। নার এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর প্রাক্কালে শাকিব ও ঐশীকে অতিথি করে আনা হয়। এসময় প্রেম কালেকশনের কর্ণধার প্রেম চোপড়াসহ অনবেকেই উপস্থিত ছিলেন। এদিকে শাকিব খান বর্তমানে বেশ কয়েকটি চলুচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ চলচ্চিত্রের শুটিংয়ে দেখা যায় ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতাকে।
