ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৯ নভেম্বর, ২০১৮ ১০:৪০

মুক্তির প্রথম দিনেই বিজয় অভিনীত ‘সরকার’ আয় করলো ৩০ কোটি রূপি

ভোরের বাংলা ডেস্ক
মুক্তির প্রথম দিনেই বিজয় অভিনীত ‘সরকার’ আয় করলো ৩০ কোটি রূপি

ভারতীয় দক্ষিণী ছবির সুপারস্টার অভিনেতা রজনীকান্তকেও টেক্কা দিলেন তামিল ছবির এই সময়ের সুপারস্টার বিজয়। মঙ্গলবার মুক্তি পাওয়া বহুল আলোচিত ও প্রতীক্ষিত ‘সরকার’ ছবির মধ্য দিয়ে এই কীর্তি গড়লেন তিনি।

তুমুল জনপ্রিয় নির্মাতা এ আর মুরুগাডস পরিচালিত ছবি ‘সরকার’। ছবিটি নিয়ে রাজনৈতিক বাঁধা নিষেধের মুখেও পড়তে হয়েছে নির্মাতাকে। এমনকি ছবি মুক্তি নিয়ে রীতিমত হুমকির মুখেই পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে সমস্ত আশঙ্কা দূর করে মুক্তি পেল ‘সরকার’। আর মুক্তির প্রথম দিনেই রজনীকান্তের ‘কালা’র রেকর্ড ছাপিয়ে গেছে বিজয়ের ‘সরকার’।

ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, সরকারের বাঁধা সত্ত্বেও সিনেমা হলে মুক্তি পায় ‘সরকার’। মুক্তির প্রথম দিনেই দেশের মার্কেটেই ৩০ কোটি রূপি আয় করে ছবিটি। তার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুনামের পাশাপাশি বক্স অফিসও মাৎ করছে ছবিটি। শুধু তাই নয়, প্রথম দিনে ৩০ কোটি রূপি আয়ের মধ্য দিয়ে রজনীকান্তের ‘কালা’র রেকর্ডও ছাড়িয়ে গেছেন তিনি।

রাজনৈতিক অনেক বিষয়ের সত্য উন্মোচন হয়েছে ‘সরকার’ ছবিতে। ছবিটি নিয়ে বিজয় সম্প্রতি বলেছিলেন, দুর্নীতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। ইদানিং জন্ম এবং মৃত্যর সনদপত্র আনতে গেলেও ঘুষ চাওয়া হয়। এসমস্ত বিরুদ্ধ সময়ের কথা ছবিতে তুলে ধরেছেন নির্মাতা। ছবিতে বিজয়কে একজন অত্যন্ত সফল সিইও-এর ভূমিকায় দেখা যাবে। যিনি রাজ্যের ব্যর্থ হয়ে যাওয়া একটি রাজনৈতিক ব্যবস্থার হাল ধরেন এবং রাজ্যের ভাগ্য ফিরিয়ে আনেন।

ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যাবে কৃতি সুরেশকে। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন বরালক্ষ্মী শরৎকুমার, যোগীবাবুসহ অনেকে। ধারণা করা হচ্ছে, সপ্তাহান্তে ‘সরকার’ বক্স অফিস কাঁপিয়ে সুপার হিটের তকমা গায়ে মাখবে।

 
উপরে