ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮ ১১:৪৪

‘ইনফিনিটি ওয়ার’ এর চেয়েও জটিল ‘অ্যাভেঞ্জারস ফোর’

ভোরের বাংলা ডেস্ক
‘ইনফিনিটি ওয়ার’ এর চেয়েও জটিল ‘অ্যাভেঞ্জারস ফোর’

মারভেল সিরিজের ভক্তদের এবার ধৈর্যের পরীক্ষা দেয়ার সময় হয়েছে। কারণ, অ্যাভেঞ্জারস ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘অ্যাভেঞ্জারস ফোর’ আসছে আগামী বছরের মে মাসে। ছবির সহ পরিচালক জো রুশো জানিয়েছেন, এই ছবিটি আগের সবগুলোর থেকে অনেক বেশী উত্তেজনাময় অ্যাকশনে ভরপুর ও জটিল হবে।

ভাই অ্যান্থনি রুশোর সঙ্গে ‘অ্যাভেঞ্জারস ফোর’ ছবিটি পরিচালনা করছেন জো রুশো। ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ ভক্তরা যদি মনে করে থাকেন যে ইনফিনিটি ওয়ার দারুণ ছিল, তাহলে তাদেরকে অ্যাভেঞ্জারস ফোর এর জন্য প্রস্তুত হতে বলছি।’ তিনি আরও বলেন, ‘এই ছবিটি ইনফিনিটি ওয়ারের চাইতেও জটিল।’

‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’ দেখার পর ভক্তরা অপেক্ষায় ছিলেন ‘অ্যাভেঞ্জারস ফোর’ সম্পর্কে জানার জন্য। এই ফাইনাল অ্যাভেঞ্জারস মুভির এখনও কোনো নাম ঠিক করা হয়নি। তবে কারা থাকছেন তা জানা গেছে।

ইনফিনিটি ওয়ারের শেষের দিকে এক এক করে মিলিয়ে যাওয়া সুপার হিরো এবং থানোসের হঠাৎ উদাস হয়ে যাবার রহস্য মাথায় নিয়ে দর্শককে বাড়ি ফিরতে হয়েছে। অনেক প্রশ্নের উত্তর মিলবে ‘অ্যাভেঞ্জারস ফোর’ এ। ‘অ্যাভেঞ্জারস ফোর’ পুরোপুরি ‘ইনফিনিটি ওয়ার’ এর ধারাবাহিকতায় তৈরি হচ্ছে। ৩ মে, ২০১৯ এ মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জারস ফোর’ ছবিটি। হলিউড লাইফ

 
উপরে