ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১১:৪৪

কলকাতায় এসে ‘স্মার্ট’ হয়েছেন শাহরুখ

ভোরের বাংলা ডেস্ক
কলকাতায় এসে ‘স্মার্ট’ হয়েছেন শাহরুখ

২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খান জানিয়েছেন, তিনি কলকাতায় এসে ‘স্মার্ট’ এবং ‘বুদ্ধিমান’ হয়েছেন।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের সুবাদে বারো বছর ধরে কলকাতায় এসে আমি স্মার্ট হয়ে উঠছি। বাংলা সিনেমার বলিষ্ঠ সব ব্যক্তিত্ব ও অন্য সব মানুষের সঙ্গে সময় কাটিয়ে আমার বুদ্ধিমত্তাও বাড়ছে।'”আমি সত্তরটির মতো ছবিতে অভিনয় করেছি। কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে আমাকে ডাকা হয় নাচ অথবা দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য। বুদ্ধিবৃত্তিক কোনো কাজে ডাকা হয়না। এর কারণ হলো আমি বুদ্ধিমান নই। আর আমি স্মার্টও নই।’

Advertisement

শাহরুখ আশা করছেন, তার বুদ্ধি বাড়ায় আগামী দশ বছর পরে এমন সময় আসবে যখন তার সিনেমাও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হবে। কখনই জাতীয় পুরস্কার না পাওয়ায় তিনি আফসোস প্রকাশ করেন।

শাহরুখের মতে, তার সিনেমা কখনই কোনো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবেনা। তাই তিনি মমতা ব্যান্যার্জিকে ছোট ভাই হিসেবে অনুরোধ করেছেন ফেস্টিভ্যালে ‘জিরো’ ছবির ট্রেইলার দেখানোর জন্য। অনুরোধটি তিনি করেছেন বাংলা এবং হিন্দি ভাসার সংমিশ্রণে। এসময়ে মুখ্যমন্ত্রী মমতার প্রশংসা করে করে শাহরুখ খান বলেন, ‘মমতা দিদি এক্সট্রিমলি স্মার্ট অ্যান্ড বিউটিফুল।’

চলচ্চিত্র উত্সবের মঞ্চে ‘জিরো’র ট্রেলার দেখে হাততালিতে ফেটে পড়ে পুরো হল। ‘জিরো’ ছবিতে শাহরুখ বামন চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে আরও আছেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

 
উপরে