ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮ ১৭:১১

ভারতে চলছে ‘ঢাকা’ সিনেমার শুটিং

ভোরের বাংলা ডেস্ক
ভারতে চলছে ‘ঢাকা’ সিনেমার শুটিং

বাংলাদেশের রাজধানী ঢাকায় অপহরণ হয় ভারতের এক কিশোর। তাকে উদ্ধারে চলে অভিযান। সেই অভিযানের গল্পে হলিউডে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবিটির নাম ‘ঢাকা’।

এরইমধ্যে ভারতে ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এতে অংশ নিতে এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। তিনি এখানে অপহরণকারীদের দমন করবেন। জিম্মিদশা নির্ভর অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিতে তিনিই প্রধান নায়কের ভূমিকায় আছেন।

 

ইতোমধ্যে শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। আর দৃশ্যধারণের প্রথম দিককার কয়েকটি ছবি তার টুইটারে শেয়ার করেন।

‘ঢাকা’ ছবিটির চিত্রনাট্য করেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। আর ছবিটি পরিচালনা করছেন স্যাম হারগ্রেভ।

ভারতে শুটিং শেষে যুক্তরাজ্যে হবে দৃশ্যধারন। আর ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। 
 

উপরে