‘আমার চারপাশেই কত ভূত ঘুরছে...’
গল্পটি ভূতের। হরনাথ চক্রবর্তীর ‘ভূতনাথ’ ছবির শুটিং করতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন চব্বিশ পরগনার টিটাগড়ের জুটমিলে। এখানে শ্রাবন্তীর সঙ্গে আছেন সোহম। তবে ভূতে অনেক ভয় কলকাতার নায়িকা শ্রাবন্তীর।
ভূতের ভয় পেলে ছবির শ্যুটিং চলছে কেমন করে এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, অনেক আগে টিটাগড়ের বন্ধ হয়ে যাওয়া জুটমিলে শুট করতে করতে মনে হচ্ছে আমার। চারপাশেই কত ভূত ঘুরছে। আমি তো যেখানেই যাচ্ছি লোক নিয়ে যাচ্ছি। একা কোথাও যাচ্ছি না বাবা!
ভূত প্রশ্নে শ্রাবন্তি সংবাদমাধ্যমকে বলেন, ওরে বাবা! আমি ভীষণ ভূতের ভয় পাই। রাতে ঘরে একা শুতে পারি না। মা শোয় আমার সঙ্গে। তবে ভূতের ছবি দেখতে, সবাইকে ভূতের ভয় দেখাতে খুব ভালবাসি, বলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী। তিনি ১৯৯৭ সালে মায়ার বাঁধন-এ অভিনয়ের মাধ্যমে তার বর্নালী জীবন শুরু করেন। ২০০৩ সালে তার প্রথম বড় ধরণের কাজ চ্যাম্পিয়ন। তিনি পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন। এরপর তিনি পুরোপুরি সংসারি হয়ে যান এবং ২০০৮ সালে আবারও ভালবাসা ভালবাসাতে অভিনয়ের মাধ্যমে ফিরে আসেন।
২০১৩ সালে তিনি রবি কিনাগী পরিচালিত জিতের বিপরীতে দিওয়ানা এবং অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স-এ অভিনয় করেন। পরবর্তীতে অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম দেবের বিপরীতে বিন্দাস। রাজ চক্রবর্তীর পরবর্তী চলচ্চিত্র কাঠমাণ্ডুতেও তিনি অভিনয় করেছেন।
শিকারী নামের যৌথ প্রযোজনার (ভারত ও বাংলাদেশ ) একটি চলচ্চিত্রতে অভিনয় করেছেন।
