আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৮ ১২:০০
রণবীর জানতেন তার সন্তানের মা হবেন দীপিকা!
ভোরের বাংলা ডেস্ক
বিয়ের ঘোর এখনো কাটেনি। রণবীর সিং ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর কাজ নিয়ে। আসছে সপ্তাহে মুক্তি পাবে তার নতুন ছবি ‘সিম্বা’। সে ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন রণবীর।
তেমনই ছবির প্রচারণার একটি অনুষ্ঠানে মুখোমুখি হলেন বিয়ে নিয়ে নানা প্রশ্নের। সেখানে উঠে এলো স্ত্রী দীপিকা পাড়ুকোনের গর্ভবতী হওয়ার বিষয়ও।
অনুষ্ঠানের একটি অংশের ভিডিওটি ভাইরাল হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে একজন সাংবাদিক রণবীরকে প্রশ্ন করছেন, 'আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আপানি আগেই বুঝে গিয়েছিলেন দীপিকা আপনার সন্তানের মা হবেন। কিন্তু এটা কীভাবে জানলেন?
জবাবে তিনি জানান, দীপিকার সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। দীপিকার সঙ্গে দেখা হওয়ার ছয় মাসের মধ্যেই তিনি বুঝে গিয়েছিলেন যে এই মেয়েই তার সন্তানের মা হওয়ার জন্য পারফেক্ট।
