ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৯ ১২:২৭

অবশেষে বিয়ে করছেন সালমান খান, তবে...

বিনোদন ডেস্ক
অবশেষে বিয়ে করছেন সালমান খান, তবে...

বলিউড সুপারস্টার সালমান খান আদৌ বিয়ে করবেন কী না এ নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার শেষ নেই। কবে বিয়ে করবেন সালমান খান? এই প্রশ্ন যেনো সালমানের পিছু ছাড়ছেই না। এ বার তিনি সেই প্রশ্নেরই উত্তর দিলেন।

নিজের ব্যাচেলর তকমা নিয়ে চলতেই বেশি ভালোবাসেন সাল্লু ভাই।এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী, সম্প্রতি কপিল শর্মার শো’তে এসেছিলেন সালমান খান। সেখানেই কপিল তাকে প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন সালমন খান?

সালমন জানান, তার আসন্ন ছবি ‘ভারত’-এ ৭২ বছর বয়সে বিয়ে করছেন তিনি। বাস্তবেও তিনি সেই নিয়মকেই ফলো করছেন। সালমানের মুখে এসব কথা শুনে হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের সকলে। অর্থাৎ, সোজা ভাবে উত্তর না দিয়ে, ঠাট্টায় উত্তরটি ঘুরিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ভারত’-এর। ছবিটির পরিচালনা করছেন আলি আব্বাস। সালমানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

উপরে