আপডেট : ১৩ মে, ২০২০ ১৭:৫১
‘যতবারই চুম্বন দিচ্ছিলাম, ততবারই মুখ লাল হয়ে যাচ্ছিল’
বিনোদন ডেস্ক
চলচ্চিত্রে চুম্বন দৃশ্য গল্পের প্রযোজনে দিয়ে থাকেন অভিনয় শিল্পীরা। চুম্বন দৃশ্য পর্দায় উপস্থাপন করা সহজ বিষয় নয়। চুম্বন দৃশ্যটি কোন নতুন অভিনয় শিল্পীর প্রথম ক্যারিয়ারে হয়, তাহলে তো আরও কঠিন হয়ে যায়। চলচ্চিত্রে প্রথম চুম্বন দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়েছেন চিত্রনায়িকা তানহা মৌমাছি। এ অভিনেত্রী বলেন, ‘নায়ক শুভকে প্রথম জড়িয়ে ধরেছিলাম। এ ধরনের কাজ এটি-ই আমার প্রথম ছিল। এটা করতে গিয়ে আমার হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। প্রথম চুম্বন দৃশ্যে কাজ করি ‘নো মোর লাভ’ সিনেমায়। এতে সুমিতকে চুম্বন করতে হয়েছিল।’ এ প্রসঙ্গে তানহা বলেন, ‘কক্সবাজারে চুম্বন দৃশ্যের শুটিং করেছিলাম। দৃশ্যটি করতে গিয়ে দশটি চুম্বন দিতে হয়েছিল। যতবারই চুম্বন দিচ্ছিলাম, ততবারই আমার মুখ লাল হয়ে যাচ্ছিল। এ কারণে দশবার চুম্বন দিতে হয়েছিল।’
