ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ মে, ২০২০ ২০:৫১

ঈদের দিন সোহেল আরমানের ‘দোটানা’

নিজস্ব প্রতিবেদক
ঈদের দিন সোহেল আরমানের ‘দোটানা’


ঈদকে ঘিরে প্রতিবছরই টেলিভিশনে প্রায় পাঁচ শতাধিক নাটক প্রচারিত হয়। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ্ব। শোবিজ অঙ্গনেও পড়েছে সেই ভয়াল থাবা। নির্মিত হয়নি নতুন কোন নাটক।
তবে এবার ঈদে নতুন করে কোন নাটক না থাকলেও ভিন্ন আয়োজনে পালিত হবে ঈদ উৎসব। আগামীকাল ঈদের দিন সন্ধ্যায় প্রচারে আসছে নাটক ‘দোটানা’। সোহেল আরমানের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধেছেন অপূর্ব ও তানজিন তিশা।
নির্মাতা বলেন, করোনা পরিস্থিতির কারণে সবকিছুই থমকে গেছে। কোন কাজ করতে পারিনি। এ কাজটা করা হয়েছিলে করোনার আগে। এখন সেটা প্রচারে আসছে।
গল্প প্রসঙ্গে তিনি বলেন, স্বামী ও স্ত্রীর একটা সুন্দর সম্পর্ক শুধুমাত্র সন্দেহের কারণে শেষ হয়ে যায়। স্ত্রীকে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে নাটকটির গল্প এগিয়ে যায়। পরে ভুল বোঝাবুঝি শেষে দুজন আবার এক হয়ে যায়।
ঈদের দিন সন্ধ্যা ৭ টা ১০ মিনিটি আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানান নির্মাতা।

উপরে