ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ জুন, ২০২০ ১৬:৪৭

৩ মাস পর এফডিসিতে ‘বিক্ষোভ’

৩ মাস পর এফডিসিতে ‘বিক্ষোভ’


দেশের করোনা পরিস্থিতির কারণে সব ধরণের শুটিং বন্ধ ছিলো প্রায় ৩ মাস। আজ থেকে শুটিংয়ে ফিরেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
৮ জুন (সোমবার) সকাল থেকে এফডিসিতে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু করেছেন সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি। এমন তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
এদিকে সিনেমাটির প্রযোজক সেলিম খান জানিয়েছেন, ‘বিক্ষোভ’র বেশ কিছু দৃশ্যের শুটিং বাকী ছিলো। অনুমতি পেয়েই শুটিং করছি। আশা করছি মঙ্গলবারের মধ্যেই পুরো সিনেমার শুটিং শেষ হবে।
বাংলাদেশের সড়ক আন্দোলন নিয়ে প্রযোজনা সংস্থা স্প্ল্যাশ মিডিয়া নির্মাণ করছে ‘বিক্ষোভ’ সিনেমা। সিনেমাটিতে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, নবাগত শান্ত খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

উপরে