ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৭ জুন, ২০২০ ১৯:১৮

সবার সাপোর্ট পেলেই প্রযোজনায় আসবো: সিয়াম আহমেদ

নিজস্ব প্রতিবেদক
সবার সাপোর্ট পেলেই প্রযোজনায় আসবো: সিয়াম আহমেদ


সিনেমার শুটিং শুরু হলেও লকডাউনের পর কোন শুটিংয়ে দেখা যায়নি চিত্রনায়ক সিয়াম আহমেদকে। এখনই কোন কাজে অংশ নিতে চান না তিনি। করোনায় দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন কাজেই অংশ নেবেন না বলেও জানান তিনি।
|এই সময়টা ঘরে বসেই কাটাচ্ছেন নায়ক। তবে ঘরবন্দী সময় কাটালেও অবসর নেই তার। সময়টাকে কাজে লাগাচ্ছেন লেখালেখি নিয়ে। জানা যায়, এই লকডাউনের মধ্যে ঘরে বসে দুইটি সিনেমার গল্প লিখেছেন সময়ের জনপ্রিয় এই নায়ক। নায়ক পরিচয়ের বাইরে এবার আসতে যাচ্ছেন গল্পকার ও চিত্রনাট্যকার হিসেবে।
এই বিষয়ে সিয়াম জানান, আমরা যখন শুটিং করি এই সময়টার বাইরে টিমের সবার সঙ্গে চরিত্র নিয়ে,গল্প নিয়ে আমাদের প্রচুর কথা হয়, আড্ডা হয়। বিভিন্ন গল্পে কাজ করতে গিয়ে আমাদের মাথায় নানান সময়েই কিছু গল্প মাথায় আসে যেগুলো আসলে নোট ডাউন করা হয় না। তবে এবার যখন লম্বা একটা সময় পেলাম ঘরে থাকার, সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করলাম। বিভিন্ন গল্পের বই পড়তে গিয়ে, বিভিন্ন সময়ে মাথায় আসা কনসেপ্ট; সেসব ভেবে একটা সুন্দর গল্প দাঁড় করানর চেষ্টা করেছি। দুটো গল্প লিখে ফেলেছি সিনেমার জন্য।

মূলত গল্পের বই পড়তে গিয়ে আমার কাছে মনে হলো, আমি যেটা ভাবছি সেটা যদি ভিজ্যুয়ালাইজেশন করতে পারি তাহলে তো মন্দ হয় না। তো সেই ভাবনা থেকেই লিখা। যদি সে সুযোগ আসে সেটাকে স্ক্রীণে নিয়ে আসার তাহলে হয়তো দর্শক আমার গল্প দেখতে পাবেন।
চলচ্চিত্রে এখন আপনার উঠতি সময়। স্ট্রাগল করে যাচ্ছেন নিজেকে একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার। নায়কের বাইরে আগামীতে আপনাকে প্রযোজনায় দেখা যাবে কিনা বা কোন প্রোডাকশন হাউজ খোলার পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নে সিয়াম আহমেদ বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড় অনেক ক্ষেত্রে স্বপ্নের চেয়েও বড়। এটা আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। স্বপ্ন দেখতে তো কষ্ট নেই। ইচ্ছে তো আছেই আগামীতে এমন কিছু করার। শুধু ইন্ডাস্ট্রি থেকে নিয়ে যাবো, কিছু দিবো না; তা তো হয় না। ইন্ডাস্ট্রির জন্য কিছু অবশ্যই করতে চাই। সেজন্য সবার সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। সবাই যদি সাপোর্ট করে তাহলে অবশ্যই প্রযোজনায় আসবো।
তিনি আরও বলেন, আমার অল্প সময়ের ক্যারিয়ারে (চলচ্চিত্রে) সবার অনেক অনেক ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি। এই ভালোবাসাটা সবসময় পেতে চাই। আমি এখনও স্ট্রাগলার। এখনও অনেক কিছু হয়ে যাই নি। নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি। স্বপ্ন দেখছি এবং সেটা পূরণ করবো ইনশাহআল্লাহ।
প্রসঙ্গত, গেল ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল সিয়াম আহমেদের ‘শান’ সিনেমাটি। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটি মুক্তি দেওয়া হয়নি। এছাড়াও তার হাতে রয়েছে অপারেশন সুন্দরবন, বিশ্ব সুন্দরী, স্বপ্নবাজী, ইত্তেফাক, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমাগুলো।

উপরে