যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের চুক্তিনামা খুঁজছে পুলিশ
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর গত ১৮ জুন নিজের স্টেটমেন্ট দিতে বান্দ্রা পুলিশ স্টেশনে গিয়েছিলেন প্রয়াত এ অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী। যেখানে নয় ঘণ্টা ধরে তাকে জেরা করেন মুম্বাই পুলিশ। তার বয়ানের প্রেক্ষিতেই উঠে এসেছে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য।
|রিয়া স্টেটমেন্ট দেওয়ার পরই সামনে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের নামটি। তিনি জানান, সুশান্ত ক্যারিয়ারের শুরু থেকেই এই প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু পরে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়।
রিয়ার এমন স্টেটমেন্টের পরই যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের চুক্তিনামা চেয়েছে মুম্বাই পুলিশ।
এদিকে, যশরাজ ফিল্মস প্রযোজিত ‘শুদ্ধ দেশি রোমান্স’ ও ‘বোমকেশ বক্সি’তে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। তবে চুক্তি অনুযায়ী তৃতীয় ছবি ‘পানি’ নামক একটি ছবিতে সুশান্তের অভিনয় করার কথা থাকলেও অজ্ঞাত কারণে ছবিটি নির্মাণের পরিকল্পনা বাতিল করে দেন প্রযোজক আদিত্য চোপড়া। কিন্তু সে কথা জানানো হয়নি সুশান্তকে।
পরে পরিচালক শেখর সুশান্তকে ফোন করে এ বিষয়ে জানান। এই কথা জেনে ৩৪ বছর বয়সী এই তারকা খুব ভেঙে পড়েছিলেন তা নিয়ে দিন দুয়েক আগেই শেখর কাপুর মুখ খুলেছিলেন।
গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত।
