ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২২ জুন, ২০২০ ১৭:২৮

তিন দশকে মাধুরী-আমিরের ‘দিল’

নিজস্ব প্রতিবেদক
তিন দশকে মাধুরী-আমিরের ‘দিল’


নব্বইয়ের দশক মাতানো দুই বলিউড তারকা মাধুরী দীক্ষিত ও আমির খান। একসাথে জুটি বেঁধে কাজ করেছেন বহু সিনেমাতে। উপহার দিয়েছেন অনেক ব্লকবাস্টার হিট সিনেমা। সেই তালিকায় রয়েছে এ জুটির ‘দিল’ সিনেমাটিও। এটি পরিচালনা করেছিলেন ইন্দ্র কুমার।
১৯৯০ সালের আজকের এই দিনে মুক্তি পেয়েছিল রোমান্টিক গল্পের এ সিনেমাটি। বক্স অফিসে সেসময় ছবিটি আয় করেছিল ২০ কোটি রুপি। দেখতে দেখতে সিনেমাটি মুক্তির ত্রিশ বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে ছবিটির নায়িকা মাধুরী দীক্ষিত তার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে স্মৃতিচারণ করেন।
সেখানে তিনি লেখেন, আমার এবং আমিরের ‘দিল’ সিনেমাটির মুক্তির ৩০ বছর হলো। আমি সত্যি অনেক আনন্দিত যে দর্শকরা ছবিটিকে ভালোভাবে গ্রহণ করেছেন এবং এত এত ভালোবাসা দিয়েছেন। আমিরের সাথে কাজ করার মজাই আলাদা। শুটিং সেটে আমরা অনেক মজা করি। পরিচালক ইন্দ্র কুমার অনেক মজা করতেন আমাদের নিয়ে আর বিভিন্নরকম ট্রিকস করতেন। ছবিটি ভালো ব্যবসা করেছিলো।
তিনি সেই পোস্টে আরও জানান যে, এই সিনেমা দিয়েই প্রথমবারের মত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতেন মাধুরী।
ইন্দ্র কুমার ও অশোক টাকেরিয়া প্রযোজিত এ সিনেমাতে মাধুরী-আমির ছাড়াও আরও অভিনয় করেছেন অনুপম খের, সাঈদ জাফরী প্রমুখ।
১৯৯৩ সালে তেলেগুতে এ ছবিটির রিমেক নির্মিত হয় ‘থুলি মড্ডু’ শিরোনামে। এরপর ১৯৯৭ সালে বাংলাদেশও এর রিমেকে নির্মিত হয় ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমাটি। সোহানুর রহমান সোহান পরিচালিত এ সিনেমাতে অভিনয় করেছিলেন শাকিল খান, পপি প্রমুখ।

উপরে