ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২২ জুন, ২০২০ ১৭:২৯

শাহরুখ খানের কামব্যাক

নিজস্ব প্রতিবেদক
শাহরুখ খানের কামব্যাক


অনেক দিন ধরেই নতুন সিনেমা নেই বলিউড কিং শাহরুখ খানের হাতে। সর্বশেষ ‘জিরো’ সিনেমার পর আর দেখা যায় নি। ছবিটি তেমন আলোর মুখ দেখেনি।
যেখানে একঝাঁক তারকার উপস্থিতিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়া থেকে বাঁচাতে পারেনি ছবিটিকে। পরপর তিনটি ছবি ‘দিলওয়ালে’, ‘রইস’ ও ‘জিরো’ মুখ থুবড়ে পড়ে। তিন ছবির ব্যর্থতা একেবারে ভেঙে দিয়েছিলো শাহরুখ খানকে। তাইতো ‘জিরো’র পর এখনও পর্যন্ত কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি ৫৪ বছর বয়সী এই তারকা।
অবশেষে জানা গেছে- দীর্ঘ বিরতির পর রাজকুমার হিরানি পরিচালিত ছবির মধ্য দিয়ে আবার বলিউড ইন্ডাস্ট্রিতে কামব্যাক করতে যাচ্ছেন শাহরুখ। আগামী অক্টোবরে নতুন ছবিটির শুটিং শুরু করবেন তিনি। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।
তবে শাহরুখ খান এই পরিচালককে কেবল একটি শর্ত দিয়েছেন। বলেছেন, একবার সিনেমার শুটিং শুরু হওয়ার পর যেন মাঝপথে কোথাও আটকে না যায়, মুক্তি যাতে পিছিয়ে না যায়। সময়মতো শুটিং, পোস্ট প্রোডাকশন, প্রচারণা ও মুক্তি যেন একেবারে পূর্ব পরিকল্পনা অনুসারে হয়।

উপরে