ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৭:২৭

‘স্বাবলম্বী’ হবার বার্তা দিবেন আফফান মিতুল

‘স্বাবলম্বী’ হবার বার্তা দিবেন আফফান মিতুল


করোনার কারণে দেশের বিভিন্ন জায়গায় কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষেরা ঘরে বসেই ‘মানব সেবা ডটকম’-এর সহায়তায় স্বাবলম্বী হতে পারবে, এই বার্তাটিই দেয়া হয়েছে ‘মানব সেবা ডটকম’-এর ওভিসিতে।
শুক্রবার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে এই ওভিসির। এতে মানব সেবা ডটকমের ঊর্ধ্বতন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল যিনি দেশের নানাপ্রান্তে ছড়িয়ে থাকা বেকার মানুষদের কাছে ‘স্বাবলম্বী’ হবার বার্তাটি দেয়। সেইসাথে করোনা মোকাবিলার উপায় বলে দেয়, বিতরণ করে মাস্ক, স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী।
এছাড়া কর্মহীন গরিব দম্পতির চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার শাহী এবং শম্পা নিজাম। আরো এক কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মাশুক।
আব্দুল ওয়াহেদ তমালের মূল ভাবনায় ‘ই-ক্যাব বাংলাদেশ’ এর সহযোগিতায় এই ওভিসিটি নির্মিত হয়েছে। খুব শিগগিরই প্রচার হবে রাজু আহসানের গল্প, চিত্রনাট্য এবং পরিচালনার জনসচেতনতামূলক এই ওভিসি।

উপরে