ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৮ জুলাই, ২০২০ ১৫:৪৩

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে কলকাতার ঋত্বিকা

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে কলকাতার ঋত্বিকা

অনলাইন ডেস্ক
ঢালিউডের চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালনায় একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী ঋত্বিকা সেন। মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিতব্য ছবিটির নাম ‘একাত্তরের ইতিহাস’। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন মো. সেলিম খান। প্রযোজনা করছে বিলডেক্স ইন্টারন্যাশনাল।
শামীম আহমেদ রনি বলেন, গল্পের প্রয়োজনেই আমরা ঋত্বিকাকে পছন্দ করেছি। মুক্তিযুদ্ধের সময় একজন কিশোরীকে কীভাবে হানাদার বাহিনী নির্যাতন করেছিল সেটা ঋত্বিকার চরিত্রে উঠে আসবে। এই ছবির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব।
ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও আছেন শান্ত খান, ফজলুর রহমান বাবু ও সাদেক বাচ্চু। প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার কাজী মিজান জানান, আগস্ট থেকে ‘একাত্তরের ইতিহাস’ ছবির শুটিং শুরু হবে। 

উপরে