ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১০ নভেম্বর, ২০২০ ১০:৫২

প্রিন্সেস ডায়ানার গল্প বলবে 'ক্রাউন ৪'

প্রিন্সেস ডায়ানার গল্প বলবে 'ক্রাউন ৪'


ব্রিটিশ রাজপরিবারের গল্প বলে এরইমধ্যে প্রশংসিত হয়েছে নেটফ্লিক্সের 'দ্য ক্রাউন' ধারাবাহিকটি। সেট ডিজাইন থেকে শুরু করে দামী দামী সব কস্টিউম ব্যবহার করা হয়েছে আগের তিনটি মৌসুমে। নভেম্বরে আসছে সিরিজটির চতুর্থ মৌসুম। এতে ১৯৭৭ থেকে ১৯৯০ এর মধ্যকার সময়ে ব্রিটিশ রাজপরিবার ও সরকারের নানা ঘটনা তুলে ধরা হবে। এ্যামি অ্যাওয়ার্ড জয়ী কস্টিউম ডিজাইনার এমি রবার্টস নতুন সংস্করণের চরিত্রগুলোর কস্টিউম ডিজাইনের দায়িত্ব পেয়েছেন।
এমা কোরিন
ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মধ্যে ফ্যাশনের জন্য আলাদা পরিচিতি ছিল প্রিন্সেস অব ওয়ালেস ডায়ানার। সিরিজের জন্য ডায়ানার বিয়ের সেই বিখ্যাত গাউনের অনুকরণে গাউন তৈরি করা হয়েছে। এছাড়া রাজপরিবারের বিভিন্ন অনুষ্ঠানে, অনুষ্ঠানের বাইরে তিনি যে ধরনের পোশাক পরতে সেগুলোর অনুকরণে পোশাক তৈরি করা হয়েছে। সিরিজে ডায়ানার চরিত্রে অভিনয় করছেন এমা কোরিন। 
ডায়ানা
ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে প্রশংসিত এবং আলোচিত ছিলেন ডায়না। খুব অল্প সময়ে তিনি পৃথিবী ছাড়লেও ফ্যাশন, জনসেবাসহ নানা কারণে এখনো আলোচনায় থাকেন তিনি।

উপরে