ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ জানুয়ারি, ২০২১ ১৫:৪০

হতাশ মেহজাবিনের অনুরোধ

অনলাইন ডেস্ক
হতাশ মেহজাবিনের অনুরোধ

ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নিজের অসাধারণ কাজ দিয়ে দশকদের মনে জায়গা করে নিয়েছেনে। সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে হতাশ তিনি। বিশেষ করে সাংবাদিক ও অনলাইন পোর্টালের খবর নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক, অনলাইন পোর্টাল ও পাঠকদের অনুরোধ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মেহজাবিন।

সেখানে তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় সাংবাদিক ভাই/বোন এবং অনলাইন পোর্টালের কাছে অনুরোধ: দয়া করে আমার বা কোনও শিল্পীর সাথে কথা না বলে যে কোনও বিষয়ে আপনার নিজের মতামত তৈরি করবেন না। এটি অত্যন্ত হতাশাব্যঞ্জক।

তিনি আরও লিখেছেন, ‘সম্মানিত পাঠকদের অনুরোধ: দয়া করে আপনি আজকাল যা পড়েছেন তার সমস্ত কিছু বিশ্বাস করবেন না। উদ্ধৃত মন্তব্যগুলির বেশিরভাগই বিনা সম্মতিতে তৈরি হয়।’

নতুন বছরের শুরুতে নতুন টেলিছবি নিয়ে দর্শকদের সামনে আসছেন টিভি নাটকে সময়ের অন্যতম জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন। টেলিছবির নাম ‘ক্যান্ডি ক্রাশ’। এছাড়া মেহজাবিন চৌধুরী এখন আগামী ভ্যালেন্টাইন ডে’র নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

উপরে