logo
আপডেট : ২৮ জুলাই, ২০১৮ ২১:২৪
ভারতে বন্যায় ৫৩৭ জনের প্রাণহানি
প্রথম বাংলাদেশ ডেস্ক

ভারতে বন্যায় ৫৩৭ জনের প্রাণহানি

ভারতে বর্ষার বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ছয়টি রাজ্যে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩৭ জনের প্রাণহানি ঘটেছে। ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর(এনইআরসি)  তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে ১১৬, মহারাষ্ট্রে ১৩৯, কেরালায় ১২৬, গুজরাটে ৫২ এবং আসামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র আসামেই ১০ লাখের বেশি নাগরিক বন্যার জেরে ক্ষতিগ্রস্থ। এরমধ্যে প্রায় আড়াই লাখ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

এনইআরসি’র তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের ২৬টি, পশ্চিমবঙ্গের ২২টি, আসামের ২১টি, কেরালার ১৪টি এবং গুজরাটের ১০টি জেলা ভারি বৃষ্টিপাতের জেরে জলমগ্ন।

পশ্চিমবঙ্গে এক লাখ ৬১ হাজার মানুষ ভারী বৃষ্টি ও বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৮টি বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com