logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৭:০১
ভারতের আট রাজ্যেই করোনা আক্রান্তের ৮৫ শতাংশ
অনলাইন ডেস্ক

ভারতের আট রাজ্যেই করোনা আক্রান্তের ৮৫ শতাংশ


ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ১৯ হাজার ৯০৬ জন। মৃত্যু হয়েছে ৪১০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমণের জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫ লক্ষ ২৮ হাজারেরও বেশি।
যারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৯ হাজার মানুষ। ভারতে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৩ হাজার। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৫ জন।
এরইমধ্যে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় চাঞ্চল্যকর তথ্য পেশ করে জানিয়েছে, ভারতের আটটি রাজ্যেই মোট করোনা আক্রান্তের ৮৫ শতাংশ মানুষ রয়েছেন। এই আটটি রাজ্য থেকেই গোটা ভারতের ৮৭ শতাংশ মানুষের মৃত্যু ঘটেছে করোনা আক্রান্ত হয়ে।
ভারতের এই আটটি রাজ্য হলো- মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।
ভারতে একদিনে শুধুমাত্র মহারাষ্ট্র রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৬৮ জন। যারমধ্যে মুম্বইতে আক্রান্ত হয়েছেন ২ হাজার জন।
শনিবার ভারতের মোট নয়টি রাজ্যে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু রাজ্য। সেখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭১৩ জন। এরপর তেলেঙ্গানা রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭ জন। কর্নাটকে আক্রান্ত হয়েছেন ৯১৮ জন। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। দিল্লিতে শনিবার নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ২৯৪৮ জন। উত্তরপ্রদেশে ৬০৭ জন এবং পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৫২১ জন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com