logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৭:২৩
মাশরাফির শাশুড়ির করোনা নেগেটিভ

মাশরাফির শাশুড়ির করোনা নেগেটিভ


করোনায় দিশেহারা মাশরাফির পরিবার। এরমধ্যেই সাবেক অধিনায়কের পরিবার থেকে এলো সুখবর। প্রায় দুই সপ্তাহ করোনার সাথে লড়াইয়ের পর সুস্থ হয়ে উঠেছেন মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা। তিনি গত ১৫ জুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। নতুন নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় তিনি এখন করোনামুক্ত, ইতোমধ্যে হাসপাতাল ছেড়ে নড়াইলে পৌঁছেছেন হোসনে আরা।
মাশরাফির শাশুড়ির সুস্থতার খবরে স্বস্তি পেয়েছেন অনেকেই। ষাটোর্ধ্ব হোসনে আরা ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তবে কোনো জটিলতা ছাড়াই উপযুক্ত চিকিৎসা গ্রহণ করে সেরে উঠেছেন ছোঁয়াচে এই ভাইরাস থেকে।
শাশুড়ি করোনা আক্রান্ত হওয়ার পর মাশরাফির শরীরেও করোনা হানা দেয়। এমনকি মাশরাফির ছোট ভাই মোরসালিনও আক্রান্ত হন। তবে ঘরে চিকিৎসা নিয়েই দুই ভাই অনেকটা সেরে উঠেছেন। করোনার উপসর্গ দেখা দিলে সাবধানতাবশত নমুনা পরীক্ষা করান মাশরাফি। তাতে তার নমুনায় করোনার উপস্থিতি মেলে। এরপর থেকেই ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। এখন অনেকটাই সুস্থ বোধ করছেন মাশরাফি। জ্বর, কাশি বা অন্যান্য কোনো উপসর্গই প্রকট নয় তার। একইভাবে সেরে উঠছেন মাশরাফির ভাই মোরসালিনও।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com