logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৭:৩১
ট্রাক ড্রাইভারের সঙ্গে ফারিয়ার প্রেম

ট্রাক ড্রাইভারের সঙ্গে ফারিয়ার প্রেম


করোনা পরিস্থিতির পর প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। শেষ করলেন একটি নাটকের শুটিং, নাম 'ওস্তাদ আলিচাঁদ বকশি'। এটি নির্মাণ করছেন হিমু আকরাম।
সাভারের বিভিন্ন মনোরম স্থানগুলোতে এই নাটকের চিত্রধারণ করা হয়েছে। মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করা হয়েছে। এখানে ফারিয়া শাহরিন অভিনয় করেছেন ভিআইপি এক মেয়ের চরিত্রে। তার বিপরীতে মীর সাব্বির রয়েছেন ট্রাক ড্রাইভার চরিত্রে।
নাটকের প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, 'মীর সাব্বির ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। হিমু আকরাম ভাই ও রোমেল ভাইর সাথেও প্রথম কাজ। সবাই অনেক মজা করে কাজটি করেছি। আমি রোদে প্রায় কালো হয়ে গেছি। তবু দুঃখ নেই (হাসি দিয়ে) কাজটি ভালো হয়েছে।'
পরিচালক জান, এটি প্রচারিত হবে আরটিভিতে।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করে জনপ্রিয়তা পান।
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com