logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৮:৪১
লকডাউনে বিয়ে, ৬ লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক

লকডাউনে বিয়ে, ৬ লাখ টাকা জরিমানা


করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন আইন না মেনে বিয়ে করার দায়ে ভারতের রাজস্থানে ৬ লাখ জরিমানা করেছে প্রশাসন। দেশটির রাজস্থান রাজ্যের ভিলওয়ারা জেলায় ঘটেছে এই ঘটনা।
ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, ভারতে লকডাউনে শিথিলতা আনলেও জনসমাগম বিষয়ে এখনও সামাজিক দূরত্ব বজায়সহ বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। কিন্তু গত ১৩ জুন আইন না মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এক ব্যক্তি। অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয় অন্তত ৫০ জন অতিথিকে।
এরপর জানা যায়, ওই অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিদের মধ্যে অন্তত ১৫ জন করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে একজন মারাও যান। বিষয়টির তদন্তে নেমে এর সত্যতা পেয়ে সদ্য বিবাহিত ওই ব্যক্তিকে ৬ লাখ ২৬ হাজার ৬০০ রুপি জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করে প্রশাসন।
ইন্ডিয়ান এক্সপ্রেসে জানিয়েছে, ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় ১৭ হাজার। করোনা রোধে কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়েছে স্থানীয় প্রশাসন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com