logo
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৮:৫৪
জম্মু-কাশ্মীরে সেনা হামলায় ৩ বিদ্রোহী নিহত
অনলাইন ডেস্ক

জম্মু-কাশ্মীরে সেনা হামলায় ৩ বিদ্রোহী নিহত


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনী গুলি করে তিন বিদ্রোহীকে হত্যা করেছে। নিহতদের একজন হিজবুল মুজাহিদিনের কমান্ডার মাসুদ আহমেদ ভাট। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
সোমবার সকালে থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ একসঙ্গে মিলে অনন্তনাগে সিামরিক অভিযান শুরু করে। তাদের গুলিতে কাশ্মীরের ৩ বিদ্রোহী (ভারতীয় সংবাদ মাধ্যমের ভাষায় জঙ্গি) নিহত হন। এ সময় সেনারা ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করারও দাবি করেছে।
এদিকে জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং দাবি করেন, হিজবুল নেতা মাসুদের বিরুদ্ধে আগে থেকেই দোদা পুলিশের কাছে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল এবং তখন থেকেই পলাতক ছিলেন তিনি। এরপরই তিনি হিজবুল মুজাহিদিনে যোগ দেন এবং কাশ্মীরে তথাকথিত জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com