logo
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৮:৫৬
ফিলিপাইনে লকডাউনে জন্ম নেবে লাখো শিশু
অনলাইন ডেস্ক

ফিলিপাইনে লকডাউনে জন্ম নেবে লাখো শিশু


করোনা প্রতিরোধে অন্যান্য দেশের ন্যায় ফিলিপাইনেও লকডাউন জারি করা হয়েছে। কিন্তু এর প্রভাবে দেশটির প্রজনন স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, করোনায় লকডাউনের কারণে গত দুই দশকে দেশটিতে সর্বোচ্চসংখ্যক শিশুর জন্ম হতে পারে, যা দেশটির জন্য চরম হুমকি বলে বিবেচনা করা হচ্ছে।
ফিলিপাইনের স্বাস্থ্যকর্মীদের বরাতে গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, করোনা প্রতিরোধে দেশটিতে গত মার্চ মাসে কঠোর লকডাউন জারি করা হয়। এতে যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। রোগী বা স্বাস্থ্যকর্মীরাও অনেকে হাসপাতালে যেতে পারেননি। যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হওয়ার কারণে দেশটির নানা এলাকায় জন্মনিরোধক ওষুধের সংকট দেখা দিয়েছে।
ফ্যামিলি প্ল্যানিং অর্গানাইজেশন অব দ্য ফিলিপাইনসের (এফপিওপি) নির্বাহী পরিচালক ন্যান্দি সেনোক বলেন, লকডাউনে সরকারি ঘোষণায় জরুরি সেবা চালু ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। ওসব কোনো সেবাই সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি লকডাউনের কারণেই।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com