অবসর ভেঙে মাঠে ফিরছেন ৩৬ বছর বয়সী ডাচ ফুটবলার আরিয়েন রোবেন। ক্যারিয়ার শুরু করেছিলেন যে ক্লাবে, স্বদেশের সেই গ্রানিয়েনে ফিরছেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলে খেলা কঠিন: রোহিত
সম্প্রতি ক্লাবটির জার্সি পরে স্টেডিয়ামে দাঁড়িয়ে ছবি আপলোড করেছেন টুইটারে।
গ্রানিয়েনের হয়ে ২০০০ সালে সিনিয়র পর্যায়ে ফুটবল শুরু করেন রোবেন। ২ বছর পর যোগ দেন পিএসভিতে। এরপর চেলসি, রিয়াল মাদ্রিদ ঘুরে যোগ দেন বায়ার্ন মিউনিখে। সেখান থেকেই ২০১৯ এ অবসর নেন।
এক বিবৃতিতে রোবেন বলেছেন, ১৮ বছর পর আমি আবার গ্রানিয়ানে ফিরে এসেছি। আমি এ ক্লাবটিকে প্রতিকূল সময়েও সমর্থন করে আসছি এবং ভাবছি কীভাবে ক্লাবকে সাহায্য বরা যায়। ভক্ত-সমর্থকদের অনুরোধও শুনেছি এবং আমার হৃদয়ের ডাক শুনেছি। আশা করছি খুব শিগগিরই দেখা হবে।
গত এপ্রিলের শেষের দিকেই অবশ্য অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন রোবেন।