logo
আপডেট : ১ জুলাই, ২০২০ ১১:৪৮
ব্রিজটনকে ৩-০ গোলে হারাল ম‌্যানইউ

ব্রিজটনকে ৩-০ গোলে হারাল ম‌্যানইউ


অনলাইন ডেস্ক
ইপিএলের সবচেয়ে বড় ও সফলতম দল ম‌্যানচেস্টার ইউনাইটেড মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল ব্রিজটন অ‌্যান্ড হোভ অ‌্যালবিয়নের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলরা।
ব্রিজটনের বিপক্ষে তারুণের শক্তি দেখিয়েছে ম‌্যানইউ। বিশেষ করে ম‌্যাসন গ্রিনউইডের পারফরম‌্যান্স তো নজরকাড়া। তার শুরুর গোলে গতকাল এগিয়ে যায় ম‌্যানইউ। বিসাক্কার দারুণ পাসে নিখুঁত শটে লক্ষ‌্যভেদ করেন গ্রিনউড। চলতি মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। এক মৌসুমে ১৮ বছরের নিচে কোনো খেলোয়াড়ের এটি দ্বিতীয় সর্বোচ্চ গোল। ২০০৩-০৪ মৌসুমে এভারটনের হয়ে ওয়েন রুনি নয় গোল করেছিলেন।
অতিথিদের হয়ে পরের দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩১ মিনিটে পল পগবার বাড়ানো পাসে গোল করেন ফার্নান্দেজ। বিরতির পর গ্রিনউডের থেকে পাওয়া বল স্বাগতিকদের জালে পাঠান এ ফরোয়ার্ড।
৩১ ম‌্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা এরই মধ‌্যে নিশ্চিত করেছে লিভারপুল। ৩০ বছর পর লিগ শিরোপা পেয়েছে লিভারপুল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com