logo
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১১:০১
রূপসা পাওয়ার প্ল্যান্টে ৫০১ মিলিয়ন ডলার দেবে এডিবি
প্রথম বাংলাদেশ ডেস্ক


রূপসা পাওয়ার প্ল্যান্টে ৫০১ মিলিয়ন ডলার দেবে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ৫০১.৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে।
মোট ঋণ সহায়তার মধ্যে ম্যানিলা ভিত্তিক ঋণ সংস্থা দেবে অর্ডিনারি ক্যাপিটাল রির্সোস হিসাবে ৫০০ মিলিয়ন  ডলার এবং বাকি অর্থ পাওয়া যাবে মঞ্জুরি সহায়তা হিসাবে।
রাজধানীর শেরে বাংলা নগরে আগামী ২ আগস্ট সরকার ও এডিবি’র মধ্যে এ বিষয়ে একটি ঋণ ও মঞ্জুরি চুক্তি সই হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণ ও মঞ্জুরি চুক্তিতে সই করবেন। পাশাপাশি এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার এ এম খোরশেদুল আলমের মধ্যে একটি প্রকল্প চুক্তি স্বাক্ষর হবে।
এডিবি’র বিশেষজ্ঞ আজিজ ইউসুফ এডিবি ও ইআরডি’র তথ্য অনুযায়ী এই ঋণ সহায়তা খুলনায় ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে সহায়ক হবে। অগ্রসরমান অর্থনীতিতে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রূপসা বিদ্যুৎকেন্দ্রটি হবে বাংলাদেশে এ ধরনের প্রথম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
বাংলাদেশে ২০১৭ সালে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৪০০ মেগাওয়াট। এসময়ে দেশে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ৯ হাজার ৪৭৯ মেগাওয়াট। ২০২০ সালের মধ্যে বিদ্যুতের মোট চাহিদা ১৩ হাজার ৩০০ মেগাওয়াট এবং ২০২৫ সালের মধ্যে ১৯ হাজার ৯০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলেছেন, রূপসা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার হবে। তরল বর্জ্য পরিশোধন এবং রিসাইক্লিং করতে সর্বাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্রক্রিয়া ব্যবহার হবে। খবর বাসস।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com