logo
আপডেট : ১ জুলাই, ২০২০ ১৪:৩০
হংকংয়ে বিক্ষোভ বিরোধী নতুন আইনে গ্রেফতার শুরু

হংকংয়ে বিক্ষোভ বিরোধী নতুন আইনে গ্রেফতার শুরু


অনলাইন ডেস্ক
হংকংয়ে বিক্ষোভ বিরোধী নতুন আইনে কয়েক ডজন মানুষকে আটক করা হয়েছে। বেইজিংকর্তৃক আরোপিত নতুন বিক্ষোভ বিরোধী আইন কার্যকর হওয়ার পর হংকংয়ের স্বাধীনতার পক্ষের পতাকা বহনকারী এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
নতুন জাতীয় নিরাপত্তা আইনে বিচ্ছিন্নতাবাদী, ভিন্নমতাবলম্বী ও উপদলের লোকদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
এর আগে ১৯৯৭ সালে হংকংকে চীনের হাতে ছেড়ে দিয়ে যায় ব্রিটেন। পুলিশ বলছে, বেআইনিভাবে জমায়েত হওয়া, নিরাপত্তা আইন লঙ্ঘন, পুলিশকে তাদের কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়ার জেরে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।
সূত্র : বিবিসি


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com