logo
আপডেট : ১ জুলাই, ২০২০ ১৭:১২
প্রকৃতি ও রিমির বিপরীতে আমানের ‘গৃহযুদ্ধ’ ও ‘হোম কোয়ারেন্টাইন’

প্রকৃতি ও রিমির বিপরীতে আমানের ‘গৃহযুদ্ধ’ ও ‘হোম কোয়ারেন্টাইন’


পরিশীলিত অভিনয়ের জন্য আলোচিত চিত্রনায়ক আমান রেজা। তিনি বড় ও ছোট পর্দায় নিজেকে সমানতালে মেলে ধরেছেন। সিনেমার বাইরে বিজ্ঞাপনেও এই চিত্রতারকা বেশ পরিচিত। অর্থাৎ মডেল হিসেবেও টিভি পর্দায় তাকে নিত্য দেখা যায়। সম্প্রতি বিজ্ঞাপনের পাশাপাশি দু’টি নাটকে অভিনয় করেছেন। একটি নাটকের নাম , অন্যটির নাম ‘গৃহযুদ্ধ’। 
রুহুল আমিন পথি গল্পে দু’টিরই পরিচালক কাজী সোহাগ। হোম কোয়ারেন্টাইনে আমানের সঙ্গে জুটি বেঁধেছেন রিমি করিম। আরও রয়েছেন দিলু, তুর্কি ও নিলিম প্রমুখ। অন্যদিকে, গৃহযুদ্ধ নাটকে আমানের বিপরীতে রয়েছেন প্রকৃতি। দু’টি নাটকই প্রচার হবে নাগরিক টিভিতে। 
উল্লেখ্য, সম্প্রতি আমান রেজা এই দু’টি নাটক ছাড়াও কিছু টিভিসিতে কাজ করেছেন। সেগুলো শ্রীঘ্রই প্রচারে আসবে। তিনি শুধু বাংলাদেশের টেলিভিশনের জন্যই যে কাজ করেছেন তা নয়। করেছেন ভারতের টেলিভিশন বিজ্ঞাপনও, এমন কী ব্রিটেনেরও একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন আমান। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com