logo
আপডেট : ২ জুলাই, ২০২০ ২২:৫৯
সৌদিতে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

সৌদিতে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড


অনলাইন ডেস্ক
সৌদি আরবে করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে। দেশটিতে ৫৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া নতুন করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৮৩ জনের দেহে। পাশাপাশি একদিনে ৪ হাজার ৯০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বৃহস্পতিবার ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬০৮ জন। আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৫২ জন।
সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনা শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৩৭ হাজার ৬৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে বিশ্ব তালিকায় আক্রান্তের দিক দিয়ে সৌদি আরব ১৪তম অবস্থানে রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com