logo
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১৩:১৪
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১০
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১০

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে।

ভূমিকম্পে দেশটির জনপ্রিয় সৈকত শহর লম্বোক আইল্যান্ডে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে৷ এছাড়া সমুদ্র সৈকতের শহর বালিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সেখানে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।

লম্বকে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূ-তাত্তিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের গভীরতা ছিলো সাত কিলোমিটার ব্যাপী। স্থানীয় সময় রবিবার সকালে ৬টা ৪৭ মিনিটে দেশটিতে আঘাত হানে।

লম্বক জনপ্রিয় পর্যটন এলাকা। বালি থেকে প্রায় ১শ’কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পের সূত্রপাত হয় লম্বক থেকে ৫০ কিলোমিটার দুরবর্তী মাতারাম এলাকায়।

ভূমিকম্পে কমপক্ষে ২৪ জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ ভূমিকম্পের পর পর্যটন এলাকায় সকল প্রকার পাহাড়ে উঠায় নিষেধাজ্ঞা জারি করেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com