logo
আপডেট : ২ জুলাই, ২০২০ ২৩:০৮
চাপে বুকে ব্যথা নেপালের প্রধানমন্ত্রীর

চাপে বুকে ব্যথা নেপালের প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক
ভারত সম্পর্কে বেফাঁস মন্তব্য করে চাপে নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি। তার নিজের দল নেপাল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেই চাপ তৈরি হয়েছে পদত্যাগের।
ওলি যে প্রবল চাপে তা আজকে তার হাসপাতালে যাওয়াতেই প্রমাণ হয়েছে বলে মনে করছে নেপাল সূত্র। হঠাৎই বুকে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে ওলিকে ছেড়েও দেওয়া হয়েছে।
সূত্রের খবর, পুষ্পকুমার দহল (প্রচণ্ড) ছাড়া প্রবীণ নেপালী নেতা মাধবকুমার নেপাল, বামদেব গৌতম, ঝালনাথ খানালেরাও ওলির অপসারণ দাবি করেছেন। নেপাল কমিউনিস্ট পার্টির এক সদস্যের কথায়, “আমরা এক কূটনৈতিক বিপর্যয়ের দিকে চলেছি। ওলিকে সরানোর জন্য তাদের রাষ্ট্রদূত ষড়যন্ত্র করছে বলে যে অভিযোগ তোলা হয়েছে, তার প্রমাণ যদি ভারত বিবৃতি দিয়ে চায় তা হলে সমস্যা বাড়বে বই কমবে না।“


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com