logo
আপডেট : ৪ জুলাই, ২০২০ ১০:৫৫
লকডাউন শিথিল হচ্ছে ব্রিটেনে

লকডাউন শিথিল হচ্ছে ব্রিটেনে


অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণার প্রায় ১০৬ দিন পর শনিবার থেকে সরব হয়ে উঠবে ব্রিটেন। চালু হবে পানশালা, রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। প্রাণ ফিরে পাবে ব্যস্ত নগরী লন্ডনসহ পুরো ব্রিটেন। 
শনিবার থেকে লকডাউন শিথিলের পথে যাচ্ছে দেশটি। এই দিনটিকে সামনে রেখে শুক্রবার প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। 
প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন দেশবাসীকে নিরাপদে বসন্ত উপভোগ করার আহ্বান জানিয়েছেন। 
প্রধানমন্ত্রী আরা বলেছেন, করোনা থেকে ঘুরে দাঁড়ানোর জন্যে এটি একটি বড় পদক্ষেপ। তবে প্রদত্ত গাইডলাইন না মানলে সরকার পুনরায় লকডাউন আরোপ বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। 
প্রেস ব্রিফিংয়ে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস উইটি বলেছেন, লকডাউন শিথিল হলেও কেউই করোনা ঝুঁকিমুক্ত নয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com