logo
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১৪:২০
আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে : কাদের
নিজস্ব প্রতিবেদক

আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে : কাদের

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের যে আলোচনা তা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘এগুলো একদম একেবারেই প্রাথমিক পর্যায়ে। একজনের সঙ্গে হয়তো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি, এরসঙ্গে রাজনীতি নেই, সেই কথা আমি বলব না। কিন্তু একেবারে প্রাথমিক পর্যায়ে।’

আপনাদের জোটে তাদের চান কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা চাইলেই তো হবে না, তাদেরও তো চাইতে হবে। এই চাওয়াটা তো আমাদের ওপর নির্ভর করবে না।’

আপানাদের আগ্রহের কথা তাদের জানিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘না এখনও, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। তাদের মনোভাব...কথাবার্তা বলেছি। এটা একেবারে ইনিশিয়াল স্টেজের বিষয়, এগুলো এখনও ফাইনালি কিছু হয়নি।’

তিনি বলেন, ‘যদি এটা কোনো মেরুকরণের দিকে আগায়, স্ট্র্যাটেজিক কোনো অ্যালায়েন্সের দিকে, সেটা তো আর গোপন থাকবে না। সেটার আনুষ্ঠানিকতা থাকবে, তখন তো আপনারা সবাই জানবেন। চাঁদ উঠলে কি আপনারা দেখবেন না?’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com