logo
আপডেট : ৪ জুলাই, ২০২০ ১৬:১০
হোয়াটসঅ্যাপে কিউআর কোড, ডেস্কটপে ডার্ক মোড

হোয়াটসঅ্যাপে কিউআর কোড, ডেস্কটপে ডার্ক মোড


অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার প্রকাশ করেছে। ফিচারগুলোর মধ্যে রয়েছে অ্যানিমেটেড স্টিকার, ওয়েবের জন্য হোয়াটসঅ্যাপ ডার্ক মোড, কিউআর কোড, গ্রুপ ভিডিও কলের আপডেট।
মেসেজিং অ্যাপে কিছুক্ষণের জন্য অ্যানিমেটেড স্টিকারগুলো নড়াচড়া করবে। ইতিমধ্যে অ্যানিমেটেড স্টিকারের ফিচার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এবং শীঘ্রই ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে এই ফিচার।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আলোচিত কিউআর কোড ফিচারের কথা ঘোষণা করেছে। এই ফিচারের সঙ্গে মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের একটি নতুন পরিচিতি যুক্ত করল। ফিচারটি আগামী সপ্তাহে পাওয়া যাবে। পাশাপাশি ডেক্সটপ হোয়াটসঅ্যাপ মোডে নিয়ে এসেছে ডার্ক মোড ফিচার। এছাড়া হোয়াটসঅ্যাপ ভিডিও কলে একসঙ্গে আটজন কথা বলার সুযোগ তো আছেই।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com